আখাউড়ায় মেয়রপদে মনোনয়ন দৌড়ে এগিয়ে কাজল ও রতন

মোঃজুয়েল মিয়া,আখাউড়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন তাকজিল খলিফা কাজল ও উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোবারক হোসেন রতন। শুক্রবার সকাল ১১ টার সময় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ব্যালটের মাধ্যমে ভোটের আয়োজন করা হয়।এ সময় স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্য দেন। উক্ত প্রার্থী বাঁছাই নির্বাচনে মোট ২০ জন ভোটার ছিল। ভোটারগণ হলেন আখাউড়া পৌর আওয়ামী লীগ ও পৌরসভার মোট নয়টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এক্ষেত্রে প্রত্যেক ভোটার মোট তিনজন পছন্দের প্রার্থীকে ভোট দেয়।বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়,২০ ভোট পেয়ে ১ম হয়েছেন তাকজিল খলিফা কাজল, ১৯ ভোট পেয়ে ২য় হয়েছেন মোবারক হোসেন রতন ও ১১ ভোট পেয়ে ৩য় অবস্থানে আছেন মোহাম্মদ আলী ভূঁইয়া।উল্লেখ্য আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগ থেকে মোট ৭ জন মনোনয়ন ফরম জমা দেন।এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন,আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক ও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তৃনমূল নেতাদের সাথে মতবিনিময় করেছি। তারা প্রার্থীদেরকে সামনে রেখে গোপন ব্যালটের মাধ্যমে মতামত ব্যক্ত করেছেন।আমরা তিন জনের একটি প্রার্থী প্যানেল তৈরি করে দিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের মধ্য থেকে যাকে যোগ্যতম প্রার্থী বিবেচনা করবেন তার পক্ষে দলের সকল নেতাকর্মীরা কাজ করবে। জেলা মনোনয়ন বোর্ডের মিটিং শেষ হওয়ার পর বাছাইকৃত ৩ জন প্রার্থীর তালিকা প্রকাশ করব।স্থানীয়রা বলছেন, যিনি দল মত নির্বিশেষে সর্বস্থরের জনগনের কাছে গ্রহণযোগ্য তাকে প্রার্থী করা হলে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে নৌকার পক্ষে কাজ করবে।মনোনয়ন পাওয়ার ব্যাপারে মনোনয়নপ্রত্যাশী মোবারক হোসেন রতন বলেন,‘আমি এলাকার মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে আছি। যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে থেকে কাজ করেছি। এখন জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ চাই। তিনি বলেন,যতজন প্রার্থী হয়েছেন তাদের মধ্য থেকে আমি সর্বজন গ্রহণযোগ্য।নেত্রী আমাকে নৌকা প্রতীক দিলে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হব। জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক মহোদয়ের হাতকে শক্তিশালী করতে ভূমিকা রাখব। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী বলে জানিয়েছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন,আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে