বঙ্গুবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আখাউড়ায় বিক্ষোভ মিছিল

মোঃজুয়েল মিয়া,আখাউড়া প্রতিনিধিঃ

কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আখাউড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে লাল বাজার প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা এড.সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন,উপজেলা আওয়ামীলীগের সদস্য ও পৌর মেয়রপ্রার্থী মোবারক হোসেন রতন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া,উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরমেয়র তাকজিল খলিফা কাজল,উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন বাবুল প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে বাংলাদেশের লাল সবুজের পতাকা। যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে তারা বাংলাদেশকে অস্বীকার করে।যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতনা। সেই বঙ্গুবন্ধুর ভাস্কর্য যারা ভাংচুর করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আহ্বান জানান তারা।

এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে