ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার ও ঈদ উপহারসহ সেলাই মেশিন দিলেন ভিপি নুরের সংগঠন

বিশেষ প্রতিনিধিঃ
আজ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন শাখা ছাত্র, যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার এর উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।জানা যায়,নরেন্দ্র মোদির আগমন কে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রথম শহীদ ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য শহীদ হাফেজ কাউছার আহম্মেদের রূহের মাগফেরাত কামনা এবং সংগঠনের ৫৬ জন কারাবন্দির মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় গোপীনাথপুর ইউনিয়নের গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

তাছাড়া চলতি সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক সোহেল রানার উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের নেতা সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

আরও জানা যায়, নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনে শহীদ হওয়া পরিবারকে আর্থিক উপার্জনে সক্ষমতা আনতে সেলাইমেশিন উপহার দিয়েছে বিজয়নগর উপজেলা ছাত্র, যুব ও প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীরা।গত সোমবার এ উপহার তুলে দেন তারা।

বাংলাদেশ ছাত্র,যুব,শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক ভিপি নুরুল হক নুরের দিক নির্দেশনায়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খান এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহর পরামর্শে এ সকল কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বলে জানান জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান,সাধারণ সম্পাদক কাজী রাজীউর রহমান তানভীর,সাংগঠনিক সম্পাদক কিবরিয়া মাহবুব এবং জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক আকাশ,সদস্যসচিব সুজন আকবর।

1 মন্তব্য

  1. তাদের এই মহত উদ্যোগের প্রশংসা করছি এবং চূড়ান্ত সফলতা কামনা করছি❤️❤️🤲

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে