গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আখাউড়ায় আলোচনা সভা ও দোয়া

জুয়েল মিয়া,নিজস্ব প্রতিনিধি:
২০০৪ সালের ২১শে আগস্টে বিএনপি জোট সরকারের আমলে ঢাকায় আওয়ামীলীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে কর্মসূচি পালন করা হয়।

আলোচনা সভার শুরুতে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাসেম ভূইয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর হবে। এ হামলার মাস্টারমাইন্ডসহ যারা পালিয়ে আছে তাদেরকে এনে বিচারের রায় কার্যকর করা হবে। এ নারকীয় হত্যাকান্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবী জানান তারা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন বাবুল, মোঃ সেলিম ভূইয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ ভূইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে