নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গলায় গামছা পেঁছিয়ে ইয়ার হুসেন(৩৫)নামে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত ইয়ার হুসেন উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের খলাপাড়া নতুন পাড়া(লোগড়) গ্রামের শাহ জাহান মিয়ার পুত্র। মঙ্গলবার(২জুন) বিকাল আনুমানিক ৪ টার সময় তার নিজ ঘরের বাঁশেের তীরের সাথে গলায় গামছা পেঁছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ইয়ার হুসেনের স্ত্রী শিল্পী আক্তার জানায়, ইয়াবা ট্যাবলেট খাওয়ার জন্য দুপুরে আমার কাছে টাকা চেয়েছিল আমার স্বামী। টাকা না পেয়ে ঘর থেকে বের হয়ে যায়।ঘন্টাখানেক পর ঘরে এসে সামনের দরজা লাগিয়ে গলায় গামছা পেঁছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অভাবের সংসারে ছোট ২ ছেলে নিয়ে পরিবারের খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছি। এমতাবস্থায় প্রায়ই নেশার টাকার জন্য তার স্বামী ঝগড়া করে বলে ও জানান তিনি। নিহতের পিতা শাহ জাহান ও এলাকাবাসীরা বলেন, যতটুকু জানি ইয়ার হুসেন নেশাজাতীয় দ্রব্য সেবন করে। গাঁজা ও ইয়াবা সেবন করে বলে জানি। মাটি কেঁটে, ভ্যানগাড়ি চালিয়ে তার সংসার চালায়।মাসখানেক আগে ভ্যানগাড়িটি বিক্রি করে কিস্তির টাকা পরিশোধ করে।


এ বিষয়ে আখাউড়া থানার এসআই হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। যতটুকু জানতে পারলাম ইয়ার হুসেন দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় দ্রব্য খায়। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। শিঘ্রই লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে