টাঙ্গাইলে দেখা মিললো ‘করোনা গাড়ি’ নাম বিশেষায়িত্ব গাড়ির

দূরদূরান্ত থেকে স্বাস্থ্য কমপ্লেক্স করোনা পরীক্ষার নমুনা দিতে আসা যেমন ঝুঁকির তেমনি বাড়ে আক্রান্তের সম্ভাবনাও। এমন পরিস্থিতি টাঙ্গাইলের কালিহাতিতে দেখা মিললো “করোনা গাড়ি” নামক এক বিশেষায়িত গাড়ির। যা এলাকাবাসীর জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। স্বাস্থ্যবিভাগ কে অবগত করলেই বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা। এতে কমেছে মানুষের ভোগান্তি ও হসপিটালে যাওয়ার ঝামেলা। নমুনা সংগ্রহকদের জন্যও রয়েছে পর্যাপ্ত সু-ব্যবস্থা।

স্থানীয় একটি কারখানায় পিক-আপ ভ্যানকে রুপান্তর করা হয়ছে করোনার নমুনা সংগ্রহের এই বিশেষায়িত গাড়িতে। এরকম ভিন্ন পরিকল্পনার উদ্যোক্তা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি জানান দক্ষিণ কোরিয়া ও ইন্ডিয়ায় এই বিশেষ ব্যাবস্থায় করোনার নমুনা সংগ্রহ করা হয়। এরকম একটি সিস্টেম আমরা চালু করেছি। জেলা পর্যায়ের ওয়ার্কশপে আমরা এটি তৈরী করেছি। এর মাধ্যমে প্রতিদিন প্রায় ৫০ টির মতো নমুনা খুব সহজেই সংগ্রহ করতে পারছি। স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা বলছেন করোনা নমুনা সংগ্রহের এই অভিনব পদ্ধতি যদি সারা দেশে চালু করা যায় তাহলে একদিকে যেমন কমবে মানুষের ভোগান্তি অন্যদিকে কমবে সংক্রমনের সংখ্যাও।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে