বিশ্ব মানবতার আতঙ্ক করোনা ভাইরাস এ সময় পরিস্থিতি যখন দিনদিন খারাপের দিকে যাচ্ছে তখনও থেমে নেই ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা ছাত্রলীগ কখনো কৃষকের ধান কেটে দিয়েছেন, আবার কখনো ত্রান হাতে নিয়ে অসহায় মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন আবার কখনো দিয়েছেন নগদ অর্থ সহায়তা কিন্তু এবারের সাহায্য ছিল একটু ভিন্ন গত মে মাসের ২৪ তারিখে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি পা ভেঙে যায় আখাউড়া উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের অস্থায়ী বাসিন্দা মোঃ ফয়সাল মিয়া(২৬) তার স্থায়ী নিবাস চাঁদপুর জেলার মতলব থানার নোয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ অনার্স করেন।
আখাউড়ায় উত্তর ইউনিয়নের রামনগর গ্রামে তার মামার বাড়িতে লজিং মাস্টার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে আখাউড়ায় পথ চলা ২০১৭ সালে ফয়সাল মিয়া রামনগর গ্রামে ফাবিয়া(২০) কে বিয়ে করেন টিউশনি করে ভালোই চলছিল সংসার কিন্তু স্থানীয়দের অভিযোগ হঠাৎ করে কিছু খারাপ বন্ধু-বান্ধবদের সাথে মেশার কারণে পরিবারে অশান্তি শুরু হয় তার স্ত্রী আয়ার কাজ করতে হয়। এমতাবস্থায় তার নিজের আত্মীয়-স্বজন তার থেকে দূরে সরে গেছেন তার স্ত্রীর আত্মীয়-স্বজন ও দূরে সরে গেছেন এমন সময় আখাউড়া বাইপাস সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মারাত্মক আহত হওয়ার পর হাসপাতাল কেউ দায়িত্ব নিয়ে ভর্তি করতে চাইনি এমনকি স্ত্রী নিজেও দায়িত্ব নিয়ে ভর্তি করতে চাই নি ঠিক তখন আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এশিয়ান টিভির আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ আবির নিজের দায়িত্বে তাকে আখাউড়া সদর হাসপাতালে ভর্তি করেন।
৫০ শয্যা বিশিষ্ট আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ডাক্তারসহ স্বাস্থ্য কর্মকর্তা সকলেই জানান অর্থোপেডিক্স ডাক্তার বর্তমানে আখাউড়ায় না থাকায় তাকে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যেতে হবে কিন্তু তার কাছে যে কোন অর্থের যোগান নেই তার স্ত্রী জানিয়েছেন তার কাছে কোন অর্থ নেই তখন মোহাম্মদ আবীর আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু কে সেল ফোনে যোগাযোগ করেন তার চিকিৎসার অবহেলার কথা জানানোর পর তিনি পায়ের প্লাস্টার সহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণের আশ্বাস প্রদান করেন। পরদিন আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন ৫ হাজার টাকা হাতে নিয়ে নারায়ণপুর বাইপাসে মোহাম্মদ আবীর কে খবর দেয় এবং ফয়সালের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন। আহত ফয়সাল তার স্ত্রী ফাবিয়া এবং তার ১২ মাস বয়সের শিশু বাচ্চাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি হওয়ার পর ফয়সাল জানান আখাউড়া উপজেলা ছাত্রলীগের ঋণ শোধ হবে না তাদের জন্য প্রাণভরে দোয়া করেন এবং তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।