ভারতেও ‘জর্জ ফ্লয়েড’ স্টাইল, হাঁটু গেড়ে চেপে ধরল পুলিশ

অনলাইন ডেস্কঃ

হাঁটু দিয়ে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের গলা চেপে ধরার পর তিনি পুলিশকে বলেছিলেন, ‘আমি নিশ্বাস নিতে পারছি না।কিন্তু ছাড়েনি পুলিশ। আট মিনিট পর ছাড়া হলো, কিন্তু জর্জ ততক্ষণ না–ফেরার দেশে চলে গেছেন। আমেরিকায় জর্জ ফ্লয়েডের পরিণাম দেখে বিক্ষোভ হচ্ছে সারাবিশ্বে। এবার ভারতেই ঘটল ঠিক তেমনি ঘটনা। হাঁটু দিয়ে এক ব্যক্তির গলা চেপে ধরল পুলিশ। ভারতের ওই ব্যক্তির মৃত্যু হয়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, পুলিশের হাঁটু গেড়ে এক ব্যক্তিকে ধরার ঘটনার ভিডিও দেখে অনেকেই বলছেন, এটা ঠিক জর্জ ফ্লয়েডের ঘটনার পুনরাবৃত্তি। বৃহস্পতিবার রাজস্থানের যোধপুরে টহলে বেরিয়েছিল পুলিশ। সোমকরণ নামের এক ব্যক্তিকে মাস্ক না পরে রাস্তার ধারে বসে ছিলেন। দুই পুলিশ সদস্য তাঁর কাছে জানতে চান, কেন মাস্ক পরেননি। তা নিয়েই পুলিশ সদস্যদের সঙ্গে কথা–কাটাকাটি হয়। হাতাহাতির ঘটনাও ঘটে। সেই সময়ই এক পুলিশ সদস্য সোমকরণকে মাটিতে শুইয়ে তাঁর গলায় হাঁটু দিয়ে চেপে ধরেন। পরিস্থিতি দেখে স্থানীয় মানুষজন এগিয়ে আসেন। তাঁদের হস্তক্ষেপে পুলিশ সোমকরণকে ছাড়ে। তবে গ্রেপ্তার করা হয় সোমকরণকে। পুলিশকে শারীরিক লাঞ্ছনার অভিযোগে মামলা হয়েছে সোমকরণের বিরুদ্ধে।
পাশ থেকে কেউ একজন পুরো ঘটনাটি ভিডিও করেন। আপ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে