লকডাউনে চীন প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন

Eid Celebration Photo

লকডাউনের মধ্যেও চায়নাতে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা ঈদুল ফিতর উদযাপন করেছেন আজ (২৪ মে)। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন সবাই। কিন্তু প্রতি বছরের তুলনায় এ বছর অনেকটাই ব্যতিক্রম ঘটেছে। যদিও চীনে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তবুও কোলাকুলি আর করমর্দন থেকে বিরত থাকছেন সকলে। তাছাড়া, করোনা ইস্যুতে মসজিদগুলো বন্ধ থাকায় সরকারিভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি বিধায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা অফিসের ডরমিটরিতে সবাই মিলে একত্র হয়ে ঈদের নামাজ পড়েন শিক্ষার্থীরা।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মজীবিদের পাঠানো ছবিতে চীন প্রবাসী বাংলাদেশিদের 

ঈদ উদযাপনঃ

Anhui University of Technology, Anhui
Kunming University, Yunnan
China Three Gorges University, Hubei
Donghua University, Shanghai

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে