আখাউড়া স্থলবন্দর ৬ দিন লকডাউনঃ১০ জন করোনা আক্রান্ত

আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে কর্মরত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)৮ সদস্য,১ জন স্বাস্থ্যকর্মী ও ১ জন কর্মচারীসহ মোট ১০ জন
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর আগরতলা স্থলবন্দর লকডাউন করেছে ভারত সরকার।যার ফলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
রোববার (৭ জুন) সকাল থেকে পণ্য নেয়া বন্ধ করে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।এতে করে ৬ টি পণ্যবাহী ট্রাক আটকা পরে রয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে আগরতলা স্থলবন্দর কর্তৃপক্ষ ৭ জুন থেকে ১২ জুন পর্যন্ত আগরতলা স্থলবন্দর লকডাউন ঘোষণা করেছে। আগরতলা স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধ থাকবে।আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ ৭ জুন থেকে ১২ জুন পর্যন্ত স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করেছে।তবে এ সময় যাত্রী চলাচল পূর্বের ন্যায় স্বাভাবিক থাকবে বলে ও জানান তিনি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে