জুয়েল মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
সরকার নিবন্ধিত জনপ্রিয় অনলাইন পোর্টাল বার্তা বাজারের ৯ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে আখাউড়ায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলা টিভির আখাউড়া প্রতিনিধি সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিনের আখাউড়া প্রতিনিধি হান্নান খাদেম,দৈনিক ইত্তেফাকের আখাউড়া প্রতিনিধি ফজলে রাব্বি,আমাদের সময়ের আখাউড়া প্রতিনিধি তাজবীর আহমেদ,দৈনিক দেশ রুপান্তরের আখাউড়া প্রতিনিধি জালাল হোসেন মামুন,দৈনিক আজকালের খবরের আখাউড়া প্রতিনিধি মো:জুয়েল মিয়া,এশিয়ান টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি অমিত হাসান আবির,দৈনিক বাংলাদেশ বুলেটিনের আখাউড়া প্রতিনিধি রুবেল আহমেদ,দৈনিক আমাদের বাংলার আখাউড়া প্রতিনিধি ইসমাইল হোসেন,দৈনিক ঢাকা প্রতিদিনের আখাউড়া প্রতিনিধি আল আমিন,দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ আখাউড়া প্রতিনিধি শাহাব উদ্দিন রিফাত প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বার্তা বাজার এর ব্রাহ্মণবাড়িয়া -৪ (কসবা-আখাউড়া)প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ পারভেজ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান অনলাইনের যুগে বার্তা বাজার দেশ ও জনগণের কল্যানে কাজ করে যাচ্ছে।এই পোর্টালে দেশের বিভিন্ন ঘটনা তাৎক্ষনিকভাবে জানা যায়।সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক সংবাদ পরিবেশনে বেশ সুনাম অর্জন করেছে বার্তা বাজার।
প্রতিষ্ঠানটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যানে অবদান রাখার প্রত্যাশা করেন বক্তারা। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে মিষ্টি বিতরণ করেন।