গত ২২ মে উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয় পরিবার নামে ফেইসবুক গ্রুপ কর্তৃক এক লাইভ টক শো তে উজানচর ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান এবং উজানচর কে.এন. উচ্চ বিদ্যলয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী জাদিদ আল-রহমান স্কুলের ছাত্রছাত্রীদের জন্য সকল সুযোগ সুবিধা এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। এসময় তিনি এই এলাকার মাটি ও মানুষের নেতা এবং বর্তমান এম.পি ক্যাপ্টেন এ.বি তাজুল ইসলাম এবং স্কুলের প্রতিষ্ঠাতা বাবু দ্বারকানাথ রায়, বাবু ভগবান রায় এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। উক্ত টক শো তে করোনা বিষয়ক সামাজিক এবং মানবিক সচেতনতা সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও তিনি স্কুল নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। করোনায় মানবিক দিক বিবেচনা করে ছাত্র-ছাত্রীদের মাসিক বেতন ছাড় দেয়ার ব্যাপারে তিনি আগ্রহ প্রকাশ করেন এবং কমিটির সাথে বৈঠকে তা তুলে ধরার কথা বলেন। করোনায় অনলাইন ভিত্তিক ক্লাস ছাড়াও ভবিৎষতে ডিজিটাল পদ্ধতিতে ক্লাস করানোর পরিকল্পনা তিনি তুলে ধরেন। এছাড়াও তিনি বলেন ক্লাস সিক্স এবং সেভেন এর যে পুরাতন বিল্ডিংটি ছিল ঐইটি ভেঙ্গে নতুন বিল্ডিং করা হবে। এসময় তিনি উক্ত ফেইসবুক গ্রুপটির উদ্দোগকে স্বাগত জানিয়েছেন। উক্ত শো টি সজীব আব্দুল্লাহর উপস্থাপনায়, সাইফুল ইসলামের পরিচালনায় এবং ব্যাচ ২০১১ এর প্রাক্তন ছাত্রছাত্রীদের সার্বিক সহায়তাই অনুষ্ঠিত হয়।