ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আলমগীর হোসেন, পিপিএম-সেবা (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার(১২জুন) ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার, অফিসার ইনচার্জ জনাব আমিনুর রশিদ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন আলাদাউদপুর সাকিনস্থ (চান্দুরা টু আখাউড়া গামী রোডে) আলাদাউদপুর কালী মন্দিরের সামনে পাকা রাস্তার রাস্তার উপর হইতে সকাল ১১.৩৫ ঘটিকার সময় ০৪ (চার) কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ১। রাবেয়া বেগম (৩৫) স্বামী-আলম মিয়া, পিতা-
আমানত খা, মাতা-মালেকা বেগম, সাং-নলগড়িয়া (বাচ্চু মেম্বারের বাড়ির পূর্ব দিকে), সিংগারবিল, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। মোছাঃ স্মৃতি @ কুলসুম (২২), পিতা-মজনু মিয়া, মাতা-মনি বেগম, সাং-মধ্যভালুকা, (হাসপাতালের পাশে বাড়ি), ২নং ওয়ার্ড, পৌরসভা, থানা-গৌরিপুর, জেলা-ময়মনসিংহ দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় প্রচলিত ধারায় মামলা রুজু করা হইয়াছে।
তথ্যসূত্র ঃDistrict Police Brahmanbaria