নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পাবনা জেলা শাখার উদ্দ্যোগে মহামারী করোনায় শিক্ষার্থীদের করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে
গতকাল সোমবার( ২২ জুন)এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র অধিকার পরিষদ পাবনা জেলার সকল নেতাকর্মী,সদস্য ও সাধারন শিক্ষার্থীদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে করোনা মোকাবেলায় বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির পাবনা জেলা শাখার আহ্বায়ক মাহাবুব জনি সকল সদস্যদের নিজ নিজ জায়গা থেকে দুস্থ মানুষের পাশে দাড়ানোর দিক নির্দেশনা দেন।অসহায় মানুষদের খাদ্য সহায়তা, আর্থিক সহায়তা প্রদানের জন্য কার্যপদ্ধতি তুলে ধরেন।এছাড়া সংগঠন কে সবার কাছে গ্রহনযোগ্য, পরিচিতি এবং বিরোধমুক্ত রাখার নির্দেশনা দেন।।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটিন পাবনা জেলা শাখার যুগ্ম আহবায়ক আয়নুল হক,নাজমুল হুদা মিঠু, অলিউর রহমান অলি,আকাশ খান,ওমর ফারুক হৃদয় সহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে নতুন সদস্যদের সবার সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।
অসাধারণ