ফোন পেয়েই মধ্যরাতে রক্ত দিতে ছুটলেন মানবিক মেয়র কাজল


মোঃজুয়েল মিয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল রক্ত দানের মাধ্যমে বারবার মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন।বুধবার মধ্যরাতে ফোন কল পেয়ে ছুটে যান রক্ত দান করার জন্য।এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।
এ বিষয়ে মোঃরাসেল আহমেদ বিজয় নামে একজন তার ফেইসবুক ওয়ালে লিখেন,তখন মধ্যরাত। হঠাৎ বেজে উঠলো আত্মীয়ের ফোন। সন্তান সম্ভবা এক নারীকে রাতেই রক্ত দিতে হবে পুরাতন মিশন হাসপাতালে। কয়েকজন ডোনারকে ফোন দিয়ে নিরাশ হলাম। হঠাৎ মাথায় আসলো পৌর মেয়রের ভাবনা। তিনি একাধিকবার রক্তদানে নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন। ফোন দিতেই বললেন বাসায় চলে আস, গাড়ি নিয়ে চলে যাবো। কয়েক মিনিটের মধ্যেই ছুটলেন হাসপাতালে।
রাত সাড়ে ১২ টার দিকে রক্ত দান করলেন পৌর শহরের রাধানগরের ব্যবসায়ী Dulal Ghosh Joy স্ত্রীকে। বর্তমানে মা এবং নবজাতক ছেলে দুজনেই ভালো আছেন।

রক্তদানের পর আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, রক্ত দিলে রক্ত বাড়ে। অনেকটা ভালোবাসার মতো। ফলে সকলকেই রক্তদান করা উচিত। আমার মায়ের ক্যান্সার চিকিৎসায় বহু মানুষ রক্তদান করেছেন। যার প্রতিদান হয়না। তবে আমি চেষ্টা করি রক্তদিয়ে মানুষের পাশে থাকার ।এ নিয়ে অন্তত ১৫ বার রক্ত দিয়েছি। আজ আত্মীয়ের ডাকে সাড়া দিতে পেরে ভালো লাগছে। “
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল,আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু প্রমুখ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে