করোনা ভাইরাস এ আক্রান্তদের চিকিৎসা কুমিল্লায় স্থাপন করা হয় কোভিড-১৯ হাসপাতাল। এতে করোনায় আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হলেও প্রতিদিনই করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন মানুষ। আজ রবিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে কোভিড-১৯ হসপিটালে ভর্তি হওয়াদের মধ্যে পাঁচজন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লার বুড়িচং উপজেলার দুইজন, ব্রাহ্মণপাড়া ও নাঙ্গলকোট উপজেলার একজন করে এবং চাঁদপুরের শাহরাস্তি উপজেলার একজন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়- জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের লক্ষণ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আজ রবিবার ভোর ৪টা ৫০ মিনিটে মারা গেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৫৩ বছরের এক পুরুষ। বুড়িচং উপজেলার ৮০ বছরের এক বৃদ্ধা গতকাল শনিবার রাত ৯টা ৩০ মিনিটে মারা যান। করোনা ওয়ার্ডে গতকাল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মারা গেছেন বুড়িচং উপজেলার ৮৮ বছরের এক বৃদ্ধ। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গতকাল বেলা ১১টা ৩০ মিনিটে মারা যান নাঙ্গলকোট উপজেলার ৬৮ বছরের এক পুরুষ এবং গতকাল সকাল ৭টা ২০ মিনিটে মারা যান চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৪৬ বছরের এক পুরুষ।
হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান বলেন, ‘গতকাল নাঙ্গলকোটের এক রোগীকে আইসিইউতে ভর্তি করানো হয় সকাল ৬টা ৫০ মিনিটে। তিনি বেলা ১১টা ৩০ মিনিটে মারা যান। হাসপাতালের আইসিইউতে ভর্তির ৪ ঘণ্টা ৪০ মিনিট পরই তিনি মারা যান। সংকটাপন্ন অবস্থায় ভর্তি করানো হয় ওই ব্যক্তিকে। যে কারণে শত চেষ্টা করেও আমরা তাঁকে বাঁচাকে পারিনি।