টাঙ্গাইলে করোনায় প্রায় দেড় লক্ষ টাকার সহায়তা দিয়েছে ছাত্র অধিকার পরিষদ

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা প্রকট আকার ধারন করেছে। কারোনা কালে অনাহারে অগনিত মানুষ।টাঙ্গাইলেও অনাহারে রয়েছে হাজার হাজার কর্মহীন গরীব মানুষ।

‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, টাঙ্গাইল জেলা শাখা’ টাঙ্গাইলের প্রায় ৩৫০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।সাধারণ মানুষকে সচেতন করতে তারা বিভিন্ন যায়গায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, লিফলেট বিতরণ করেছে।

রান্না করা খাবার বিতরণ করেছে প্রায় ৪৬৫ জনের মাঝে। রান্না করা খাবার বিতরণে সহায়তা করেছে ছাত্র অধিকার পরিষদের ভাতৃপ্রতিম সংগঠন ‘প্রবাসী অধিকার পরিষদ’।ঈদ সামগ্রী বিতরণ করেছে ২০ টি অসহায় পরিবারের মাঝে।

আর্থিক সাহায্য দিয়েছে প্রায় ৩৫ জন টিউশন হারানো শিক্ষার্থী এবং শিশু খাদ্য কেনার জন্য।

এই কার্যক্রমগুলো সম্পন্ন করতে তাদের অার্থিক খরচ দাড়িয়েছে প্রায় ১ লক্ষ ৪৭ হাজার ২৭৫ টাকা।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার সমন্বয়ক মো: আলিফ জানান,’উপরোক্ত কার্যক্রমে আর্থিক সাহায্য করে বিভিন্ন ব্যক্তি,প্রতিষ্ঠান, প্রবাসীরা, সর্বোপরি বাংলাদেশের জনগণ।’তিনি আরো বলেন- ‘আমাদের এই কার্যক্রমগুলো চলমান থাকবে, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দুস্থ ও অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেব।’এজন্য তিনি দেশের বিত্তবান মানুষের সাহায্য কামনা করছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে