ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ী সহ সর্বমোট ২৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেট,১টি মোবাইল ফোন,৩৭ বোতল ভারতীয় ইস্কফ এবং ৫১ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ সরাইল (বিজিবি) ২৫ ব্যাটালিয়নের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ভাগলপুর গ্রাম থেকে অভিযান পরিচালনা করে ২৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ উক্ত উপজেলার ভাগলপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মোঃবিল্লাল হোসেন (৪০) কে আটক করা হয়।
বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্ণেল মোঃ মিজানুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ লক্ষ ৪৩ হাজার ৩০০ টাকা।
আলিনগর বিওপির আওতাধীন কাশেমপুর নামক স্থান হতে ১২ কেজি ভারতীয় গাজা জব্দ করা হয়।এদিকে আখাউড়া উপজেলার আজমপুর বিওপির আওতাধীন চাঁনপুর থেকে ৩৭ বোতল ভারতীয় ইস্কফ জব্দ করা হয়। এছাড়াও কসবা উপজেলার কাজিয়াতলী বিওপির আওতাধীন বিষ্ণ উরি থেকে ৩৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে পরবর্তীতে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।