আখাউড়ায় মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় মাদকব্যবসায়ী কর্তৃক হামলায় আহত ৪

নিজস্ব প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় মাদকব্যবসায়ী কর্তৃক হামলা করা হয়।মঙ্গলবার সকাল ১০টায় পৌরশহরের নারায়নপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এসময় মাদক ব্যবসায়ির হামলায় ৪ জন আহত হয়েছে।আহতদের স্থানীয়রা উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এই হামলায় প্রকৌশলী লুৎফুর রহমান রিপন (৪০),জিতু মিয়া (৫০), হেলাল মিয়া (৩০) ও ঝর্না আক্তার (২০) আহত হয়।

হামলায় আহত প্রকৌশলী লুৎফুর রহমান জানায়, আমার চাচা আজগর আলী শাহ এর মাজার রয়েছে। এই মাজারে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি রানা মিয়া (৩০) মাদক রেখে ব্যবসা করতে চাইলে আমি বাধা দেয়।পরে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকাল ১০টায় মাদকব্যবসায়ী রানা মিয়া,বাচন মিয়া,শুভ মিয়া, কামাল মিয়া,সুমা আক্তার,আলফু,জয়,লাভন্যসহ আরো অনেকে আমার বাড়িতে হামলা চালায়।এই ঘটনায় আখাউড়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে স্থানীয় পৌর কাউন্সির মন্তাজ মিয়া জানান, আমাকে ঘটনাটি জানানো হয়েছে। মাদক ব্যবসা করলে গ্রামের কাউকে ছাড় দেয়া হবে না। রানা মিয়ার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এই বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামীর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্ঠা করলে ও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে