মোঃজুয়েল মিয়া,আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গভীর রাতে বাগানের প্রায় এক হাজার গাছ কেটে নষ্ট করেছে দূর্বৃত্তরা।গত ৩ আগস্ট গভীর রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের কুসুমবাড়ি গ্রামে এমন নেক্কারজনক ঘটনাটি ঘটে।
খবর নিয়ে জানা যায়,আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী খায়রুল বাশার রিপু কুসুমবাড়ি গ্রামের একটি বাগানের ৮৬ শতাংশ জায়গায় শীলকড়ইসহ বিভিন্ন জাতের কাঠ গাছের চারা রোপন করে। এতে তার প্রায় লাখ টাকা খরচ হয়। পরম যত্নে বাগাননের গাছ গুলো খুব দ্রুতই বড় হয়ে উঠে।গভীর রাতে দূর্বৃত্তরা ওই বাগানের প্রায় এক হাজার গাছ কেটে বাগানটি নষ্ট করে দেয়।
এ ব্যাপারে খায়রুল বাশার রিপু বাদী হয়ে আখাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে খায়রুল বাশার রিপু জানান, খুব শখ করেই বাগানটি করেছিলাম। কেউ ইচ্ছাকৃতভাবেই আমার এমন ক্ষতিসাধন করেছে।প্রতিহিংসা কিংবা পূর্বশত্রুতার জের ধরে হয়তো এটা করেছে।আমার সাথে কে বা কারা কেন এমন কাজটি করেছে তা বুঝতে পারতেছিনা।আমি উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি প্রশাসনের কাছে।
এ বিষয়ে আখাউড়া উপজেলার দায়িত্বে থাকা ফরেস্টার আসাদুজ্জামান কাক্কু বলেন, এভাবে গাছ কেটে দেওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। আমাকে বিষয়টি অবগত করা হয়েছে। এখন আইনী প্রক্রিয়ার মাধ্যমেই সব কিছু হবে।