আখাউড়ায় জনতার হাতে ২ ছিনতাইকারী আটক

বিশেষ প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সড়কবাজারে ছিনতাই করার সময় মো.জালাল (২০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জনতা।বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পৌর শহরের সড়কবাজারের পোস্ট অফিসের সামনে থেকে ওই যুবকে আটক করা হয়। আটক ছিনতাইকারী জালাল পৌর শহরের কলেজ পাড়ার ভাড়াটিয়া। সে মোগড়া ইউনিয়নের উমেদপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাজারে বাজার করতে আসে (অবঃ) পুলিশ সদস্য আব্দুর রশিদ নামে এক ব্যক্তি। তাঁর পকেট থেকে ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ওই যুবক। বাজারে ভিড় থাকায় আব্দুর রশির বুঝতে পারেননি ৷সড়ক বাজারের অন্য আরেকজন মহিলার সাইড বেগ থেকে প্রকাশ্যে মোবাইল ও টাকা নিয়ে পালানোর সময় তখন তাঁর চিৎকার শুনে জনতার হাতে ধরা পড়ে জালাল৷ অপর একজন সেখান থেকে পালিয়ে যাই। উত্তেজিত জনতা ওই যুবকের নাম ঠিকানা জানার চেষ্টা করলে তার পরিচয় দেয় এবং তার সাথে জব্বার নামে আরেকজন ছিল বলে জানান।পরে জব্বারকে ও কল দিয়ে এনে আটক করা হয়।

এই বিষয়ে আখাউড়া থানার কর্তব্যরত ডিউটি অফিসার মো.জাহাঙ্গীর জানান, আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

1 মন্তব্য

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে