মো.জুয়েল মিয়াঃ
সনাতনধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানী ও রপ্তানী কার্যক্রম মোট ৭ দিন বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীরা আসা যাওয়া করতে পারবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ।২২ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে ২৬ অক্টোবর (সোমবার) পর্যন্ত শারদীয় দূর্গাপুজা উপলক্ষে টানা ৫দিন এবং আগামী ৩০ অক্টোবর (শুক্রবার) সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকলেও লক্ষ্মীপূজা উপলক্ষে ৩১ অক্টোবর (শনিবার)বন্দরের আমদানী ও রপ্তানী বাণিজ্য বন্ধ থাকবে।পহেলা নভেম্বর সকাল থেকে স্থলবন্দরে আমদানী ও রপ্তানী কার্যক্রম শুরু হবে।আখাউড়া স্থলবন্দর আমদানী ও রপ্তানীকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী জানান,‘শারদীয় দূর্গাপুজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও করোনা পরিস্থিতির কারণে দু’দেশে আটকে পড়া পাসপোর্টধারী ও কূটনৈতিক পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে।’