মোঃজুয়েল মিয়াঃশিশু শ্রমিক নাহিদ(১০)ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বাসিন্দা।অভাবের সংসারে পরিবারের চাহিদা মেটাতে অল্প বয়সেই কাজে নামেন সে।কাজ করতে গিয়ে ভুলবশত মেশিনে হাত ঢুকে যায় তার।অপারেশন করে হাতের কব্জি পর্যন্ত ফেলে দেয়া হয়েছে।কথা ছিল মালিকপক্ষ তার চিকিৎসার পুরো খরচ বহন করবে।এ নিয়ে মামলা ও করেন নাহিদের পিতা।কিন্তু কথা রাখেনি মালিকপক্ষ।চিকিৎসার পুরো খরচ না দিতে পারায় হাসপাতাল থেকে নাহিদকে রিলিজ করতে পারছিলো না হতদরিদ্র পিতা।এমতাবস্থায় নাহিদকে আর্থিক সহায়তা করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার ২ মানবিক সহযোদ্ধা সাইফুল ইসলাম মিরাজ ও মোমিন সাঈদ। আর্থিক সহায়তায় বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মিলিত উদ্যোগে গতকাল বুধবার সন্ধায় চিকিৎসা বাবদ প্রায় ৩০,০০০ টাকার আর্থিক উপহার নাহিদের বাবার নিকট প্রদান করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি আশরাফুল হাসান তপু বলেন,আমরা খবর পায় টাকার অভাবে হাসপাতালের বিল প্রদান করতে না পারাই অনেকদিন যাবৎ আটক ছিল নাহিদ।মানবিক কাজে আমরা আত্মনিয়োগ হয়েছি,অসহায়দের যেকোন প্রয়োজনে আমাদের স্মরণ করবেন। ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ সহায়তা পাবেন।মানব সেবায় সকল বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান করেন তিনি।