কসবায় মুক্তিযোদ্ধাকে মারধর, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

মো.জুয়েল মিয়া,আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বীর মুক্তিযোদ্ধা মোঃহাসান(৭৫)কে মারধরসহ তার বসত বাড়িতে সন্ত্রাসী হামলা করে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার বিকাল চারটায় পৌরশহরের আড়াইবাড়ি গ্রামে তার নিজ বাড়িতে এ হামলা হয়েছে।এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মোঃহাসান(৭৫)বাদী হয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করেন।হামলাকারীরা হলেন কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে সুলতান মিয়া(৫০)ও লোকমান মিয়া(৩৫),সুলতান মিয়ার ছেলে আনাছ মিয়া(২১)ও ইফরান মিয়া(১৬),মৃত আবুল বাশারের ছেলে কাদের মিয়া(৩৭) এবং আবুল হাছানের ছেলে আব্দুল কারিম(২১)।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বায়েক গ্রামের মৃত ইছমাইল মিয়ার ছেলে নাজমুল হাসান(২৩)কে আড়াইবাড়ি গ্রামের সুলতান মিয়া(৫০)রাস্তায় মারপিট করতেছিল।নাজমুল হাসানের চিৎকার শুনে মুক্তিযোদ্ধা মোঃহাসানের ছেলে মো:রকি মিয়া(২২)গিয়ে বাধা প্রদান করে।এতে ক্ষিপ্ত হয়ে সুলতান মিয়া রকি মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে।এরই জের ধরে সুলতান মিয়া দলবলসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধা মোঃ হাসানের বাড়িতে হামলা করে।ঘরের টিনের বেড়াসহ বাড়ির গেইট কুপাইয়া,বাইরাইয়া ভাংচুর করে ঘরের ভিতরে প্রবেশ করে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটপাট করে।এতে মোট ৫ লক্ষ ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা মোঃহাসান বলেন,আমার ছেলে রকি মিয়া বাজার থেকে বাড়িতে আসার পথে রাস্তায় লোকমানের সাথে তর্কতর্কি হয়।হামলাকারীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ভূয়া মুক্তিযোদ্ধা বলে কিল ঘুষি মেরে পরনের কাপড় চোপর টানা হেচড়া করে ছিড়ে খুন খারাপীসহ হত্যার হুমকি দেয়।কসবার ১০ টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডারসহ ১৫-২০ জন মুক্তিযোদ্ধা আমার বাড়ি পরিদর্শন করেন।স্থানীয় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।আগামী ১৫ ডিসেম্বর কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন ঢাকা থেকে আসার পর তার সাথে আলোচনা করে পরবর্তীতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন সহ বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হবে।তিনি আরো বলেন,কসবা-আখাউড়ার সংসদ সদস্য ও মাননীয় আইনমন্ত্রী এড. আনিসুল হককে বিষয়টি জানানো হয়েছে।আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তিনি আমাকে পরামর্শ দিয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে কসবা থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন বলেন,মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা হয়েছে এমন অভিযোগ পেয়েছি।তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে