আখাউড়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো.জুয়েল মিয়া,আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভূমি সংক্রান্ত বিষয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি।গতকাল শনিবার সকালে আখাউড়া পৌরশহরের কলেজ পাড়ার নিজ বাড়িতে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, আমি ও আমার এক প্রতিবেশি লুৎফুর রহমান যৌথভাবে আখাউড়া রাধানগর মৌজার কলেজ পাড়ায় ৭৪১/২০০৪নং রেজিষ্ট্রিকৃত সাফ কাবলা দলিল মুলে সে: মে: সাবেক ১৩২ হালে ১০৮৮ দাগে ৩ শতক ভূমি ক্রয় করি। উক্ত ভূমিতে দুইটি টিনের ঘর নির্মাণ করে ২০০৪ সালেই আব্দুস সাত্তার মিয়ার নিকট লিখিত চুক্তিপত্র মূলে ভাড়া দেই। ভাড়াটিয়া ছাত্তার মিয়া কয়েক মাস ভাড়া প্রদান করে পরবর্তীতে দেমদিচ্ছি বলে ভাড়া দিতে তালবাহানা শুরু করে। এভাবে তিনি বছরের পর বছর ভাড়া না দিয়ে বসবাস করে আসছে। পরে আমি নিরুপায় হয়ে বকেয়া ভাড়া পরিশোধ করে ঘর ছেড়ে দেওয়ার জন্য গত ১০ ডিসেম্বর তাকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি। কিন্তু সাত্তার মিয়া নোটিশের জবাব না দিয়ে কুচক্রী মহলের প্ররোচনায় আমাকে হয়রানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা এবং বানোয়াট তথ্য উপস্থাপন করে গত ১৫ ডিসেম্বর একটি সংবাদ সম্মেলন করেছে।এ ব্যপারে জানতে চাইলে সাত্তার মিয়া বলেন, আমি আখাউড়া শহীদ স্মৃতি কলেজে নৈশপ্রহরী থাকাকালীন অবস্থায় কলেজ কর্তৃপক্ষ আমাকে উক্ত জায়গায় থাকার অনুমতি দেয়। গত কয়েকমাস ধরে তারা আমাকে বাড়ি হতে উচ্ছেদের জন্য পায়তারা করছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে