মো.জুয়েল মিয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশি চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশি করে ২০ কেজি গাঁজা,১টি ট্রাক(ঢাকা মেট্রো ট-২২-৪২৭৭)ও মাদক বিক্রির নগদ ১৫,৫০০ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রবিবার (২০ ডিসেম্বর ) সকাল আনুমানিক ১০ঃ১৫ মিনিটে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পাশে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ১.মো. হযরত আলী(৩৫)পিতা মৃত আবুল কাশেম, গ্রাম বালিঘাটা বাজার(মহারাজের কলোনী ঢাকা পট্রি) থানা, পাঁচবিবি, জেলা, জয়পুরহাট।২.মো. আব্দুল হালিম (২৭) পিতা মৃত সুলতান মিয়া, গ্রাম, বুরবুড়িয়া দক্ষিন পাড়া থানা, বুড়িচং জেলা,কুমিল্লা। ৩.সোহেল রানা (৩৩) পিতা, মোহাম্মদ আলী, গ্রাম, গনেশপুর থানা, পাঁচবিবি, জেলা, জয়পুরহাট।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা হতে গাঁজা সংগ্রহ করে মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত ঢাকাসহ আশেপাশের জেলায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে র্যাব ১৪ সিপিসি ৩ ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করে।
জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৩৬,১৫,৫০০/- টাকা।আটককৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।