আখাউড়ায় ইভিএমে ভোট ১৪ ফেব্রুয়ারি:মেয়রপ্রার্থী মোবারক হোসেন রতন সমর্থকদের মিছিল

মো.জুয়েল মিয়াঃ
চতুর্থ ধাপে আগামী ১৪ ই ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হবে।ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।নির্বাচনের তারিখ ঘোষণায় তাৎক্ষণিক মিছিল বের করেন মেয়রপ্রার্থী মোবারক হোসেন রতনের ৪/৫শ কর্মী ও সমর্থকরা।আজ রবিবার(৩ জানুয়ারি)রাত আনুমানিক ৮ টার সময় মিছিলটি মালদারপাড়াস্থ মোবারক হোসেন রতনের বাসভন থেকে শুরু হয়ে পৌরশহরের সড়কবাজারসহ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।এসময় তার কর্মী সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শহর।মোবারক হোসেন রতনের সমর্থকরা বলেন,ইভিএম পদ্ধতিতে ভোট হলে কারচুপির সম্ভাবনা থাকবে না আমাদের বিশ্বাস।ভোটাররা শান্তিপূর্ণ ভাবে ভোটকেন্দ্রে যেতে পারলে এবং অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে মোবারক হোসেন রতন বিজয়ী হবে।এ বিষয়ে মোবারক হোসেন রতন বলেন, চতুর্থ ধাপে আখাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়ার উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিছিল বের হয়।তিনি আরো বলেন,আমার বিশ্বাস দল, মত,ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্থরের জনগণ আমার পাশে আছে।দল যদি আমাকে নৌকা প্রতীক দেয় তাহলে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক মহোদয়কে নৌকার বিজয় ছিনিয়ে এনে দেব ইনশাআল্লাহ।

উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন কে পাচ্ছে তা এখন আলোচনার প্রধান টপিক।চায়ের দোকান থেকে শুরু করে বাজার-রাস্তার মোড়ে প্রতিটা আড্ডায় প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। কেন্দ্রে পাঠানো তৃনমুলের রায়ের ফলাফলে বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজলের অবস্থান শীর্ষে।বিশ ভোটের মধ্যে ১৯ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোবারক হোসেন রতন। আর তৃতীয় অবস্থানে আছেন মোহাম্মদ আলী ভূইয়া।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে