ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী মো. উজ্জল মিয়া ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে তার গাজর প্রতীকে ভোট চাইছেন। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে সকাল থেকে মধ্য রাত অবধী মাঠ চষে বেড়াচ্ছেন। এসময় তার সাথে থাকেন তার কর্মী সমর্থকরা।
আখাউড়া পৌরসভার ৬নং ওয়ার্ড একটি বৃহত্তর ও গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৪৫৭৪ জন।এর মধ্যে পুরুষ ভোটার ২২৮৬ জন ও নারী ভোটারের সংখ্যা ২২৮৮ জন।ভোট হবে আগামী ১৪ই ফেব্রুয়ারি ইলেক্ট্রনিক ভোটিং পদ্ধতি ইভিএম এর মাধ্যমে।আখাউড়া পৌরসভার নির্বাচনে কার ভাগ্যে যাবে গুরুত্বপূর্ণ ও মর্যাদার এই ৬ নাম্বার ওয়ার্ড। কারণ এবারের এই পৌর নির্বাচনে কেবল এই ওয়ার্ড থেকেই কাউন্সিলর প্রার্থী হয়েছেন সর্বোচ্চ ৯ জন।মাত্র এক ওয়ার্ডেই এত সংখ্যক প্রার্থী হওয়ায় শেষ হাসি কে হাসবে বা কার ভাগ্যে পড়বে এই ওয়ার্ডের দায়িত্বভার তা নিয়েও ভোটারদের মাঝেও চলছে নানা গুঞ্জন। তৈরি হয়েছে কৌতুহল। নির্বাচনে কাউন্সিলর পদে জয়-পরাজয় বিবেচনায় নানা ধরনের প্রশ্ন উঠেছে। এরি মাঝে যে তার যোগ্যতা ও সততায় ভোটারদের মন জয় করতে পারবে তিনিই হবে আলোচিত এই ৬ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর।
সকাল থেকে মধ্য রাত অবধী গাজর প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরতে থাকা কাউন্সিল প্রার্থী মো. উজ্জ্বল মিয়া বলেন, আমি আমার ৬ নাম্বার ওয়ার্ডের জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন,অগ্রগতিতে কাজ করে যাবো। সততা ও ন্যায় আমার পুঁজি।আমি ৬ নং ওয়ার্ডবাসীর ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই। তিনি আরো জানান,জনপ্রতিনিধি হিসেবে জমগণের নিকট জবাবদিহিতা থাকা এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ওয়ার্ড গঠনে কাজ করে যাব সব সময়।