মো.জুয়েল মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল গ্রামে ‘ঐক্যবদ্ধ সমাজ’ নামে সামাজিক সংগঠনের উদ্যেগে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার ১১০ টি হতদরিদ্র পরিবারের মাঝে এসব উপহার পৌঁছে দিয়েছে সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
এবিষয়ে সংগঠনটির একাধিক সদস্য জানান, শিমরাইল ঐক্যবদ্ধ সমাজ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত বিভিন্ন প্রকার সমাজসেবা মূলক কাজের সাথে জড়িত। গতবছর করোনার ভয়াবহ অবস্থায় যেমন গ্রামের প্রতিটি হতদরিদ্র পরিবারের কাছে তাদের সাহায্যের হাত প্রসারিত করেছে এবার সংগঠনটি ১১০ টি হতদরিদ্র পরিবারের দুয়ারে দুয়ারে তাদের উপহার সামগ্রী পৌছে দিয়েছে।
ঐক্যবদ্ধ সমাজের পাশাপাশি গ্রামের সকল শ্রেণীর লোক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সংগঠনের সকল সদস্যবৃন্দের অক্লান্ত পরিশ্রম ও আপনাদের সাপোর্টে সংগঠনটি এই অবস্থানে এসেছে এবং গ্রামের সকল প্রকার উন্নয়নমূলক কার্যক্রমে তাদের ভূমিকা রাখতে চেষ্টা করে।আপনাদের এমন সুন্দর সাপোর্ট থাকলে অদূরভবিষ্যতে আরো চমৎকার ভূমিকা রাখতে চেষ্টা করবে বলেও জানান সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।