মোঃজুয়েল মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রপের পক্ষ থেকে দুস্থ স্কাউট পরিবারসহ প্রায় ২’শ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে আখাউড়া রেলওয়ে কুমার পাড়া কলোনীস্থ গ্রপের কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।
রেলওয়ে জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক এস. কে. খাদেমের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ৩নং পৌর ওয়ার্ড কাউন্সিলর ইনামুল আহসান খাদেম।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা স্কাউট্সএর সহকারী কমিশনার তফাজ্জল আলী উজ্জল,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হান্নান খাদেম, জেলা স্কাউট্স এর সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির লিটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুয়েল মিয়া, জেলা স্কাউট কোষাধ্যক্ষ রাকিব হাসান, অগ্নিবীণা স্কাউটসএর সাধারণ সম্পাদক মোহাম্মদ হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাসেল চৌধুরী প্রমুখ।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে, সেমাই, চিনি, দুধ, বাদাম, কিসমিস ও সাবান।
উল্লেখ্য, ১৯৯৪ সালে মোস্তাক আহমেদ খাদেম টিটু অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউটস গ্রপ প্রতিষ্ঠা করেন। তাঁর আর্থিক সহায়তায় প্রতিবছরই দুস্থ স্কাউট পরিবারসহ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়।