সরকারী খাসজমির মাটি বিক্রি: সাবেক চেয়ারম্যানের মেয়ের জামাইকে জরিমানা

জুয়েল মিয়া,ব্রাহ্মণবাড়িয়াঃ

সরকারী খাস জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ দীঘির দক্ষিণ পাড় এলাকায় মাটি কাটার জন্য ওই জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার ১ নং মনিয়ন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম চৌধুরীর ছোট মেয়ের জামাই আশরাফুল আলম জনি অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কেটে বিক্রি করে।সাবেক ওই চেয়ারম্যানের শেল্টারে সে গত তিন মাস যাবৎ বিভিন্ন যায়গা থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে।এদিকে ধরখার ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম ওই ড্রেজারের মালিক। ক্ষমতার দাপটে তারা সরকারী খাসজমি সহ বিভিন্ন কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি তুলে বিক্রি করে আসছে।এটাই তাদের অন্যতম পেশা।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, খাস জমি থেকে মাটি তুলতেছিল।অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ধরখার ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলমের ড্রেজার আশরাফুল আলম জনি ভাড়া করে নিয়ে আসে।

তিনি আরও বলেন,অনুমোদন ব্যতীত কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় তাকে ওই জরিমানা করা হয়েছে। অবৈধ ড্রেজার চালকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে