আখাউড়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত বৃদ্ধ

জুয়েল মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আব্দুল মজিদ নামের ৬৫ বছরের এক বৃদ্ধকে তুলে নিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল মজিদ উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের খারকোট গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত সোয়া মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ও খারকোট গ্রামের বাসিন্দা নূরে আলম পূর্ব শক্রতার জের ধরে গত বৃহস্পতিবার একই গ্রামের রফিকুল ইসলাম সবুজকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এ ঘটনায় রফিকুল ইসলাম সবুজের ছোট ভাই জসিম উদ্দিন আখাউড়া থানায় মামলা করেন। এ মামলায় নূরে আলম মেম্বারকে ওই রাতেই গ্রেফতার করে পুলিশ।
পরদিন শুক্রবার সন্ধ্যায় নূরে আলম মেম্বারের ফুফাতো ভাই আব্দুল মজিদ তার মেয়ের শ্বশুরবাড়ি মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর যাচ্ছিলেন। এসময় প্রতিপক্ষ রফিকুল ইসলাম সবুজের ভাই জসিম, মান্নান, শাহাবুদ্দিন, লোকমান, গিয়াস উদ্দিন, রিপন ও শিপনসহ ১০-১২জন ওই বৃদ্ধকে তুলে ইটনা গ্রামের করিম মিয়ার বাড়িতে নিয়ে মারধর করেন তারা। এতে তার বাম পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়।
পরে আহত আব্দুল মজিদকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রতিপক্ষের লোকজনের হামলায় আহত ওই বৃদ্ধ চিকিৎসাধীন। ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে