জুয়েল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খলাপাড়ায় চাঞ্চল্যকর মহসিন খুনের প্রধান আসামী আরিফ মিয়া(৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মোগড়া ইউনিয়নের খলাপাড়ায় ঈদ – উল ফিতর এর পূর্ব দিন সন্ধ্যায় ছুড়ির আঘাতে মহসিন কে হত্যা করে সে। গ্রেফতারকৃত আরিফ মিয়া মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের মো : আ : আউয়াল এর ছেলে ।
আখাউড়া থানা পুলিশের এক প্রেস রিলিজে জানান,
জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) জনাব মোল্লা মোহাম্মদ শাহীন , কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব কামরুল ইসলাম ও অফিসার ইনচার্জ আখাউড়া থানা মোহাম্মদ মিজানুর রহমান এর সার্বিক তত্বাবধানে পুলিশ পরিদর্শক ( তদন্ত ) জনাব সঞ্জয় কুমার সরকার এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ( নিরস্ত্র ) মো : নিয়ামুল হুসাইন , এসআই ( নিরস্ত্র ) মো : আবু ছালেক এবং ব্রাহ্মণবাড়িয়া এলআইসি শাখার এসআই ( নিরস্ত্র ) মো : রেজাউল করিম , এসআই ( নিরস্ত্র ) মো : আমীর হামজা সহযোগে গঠিত জেলা পুলিশ এর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে হত্যা কান্ড সংঘটনের পর থেকে চট্টগ্রাম , নারায়নগঞ্জ , নরসিংদী ও ঢাকা , সাভার , ধামরাই সহ বিভিন্ন স্থানে টানা অভিযান চালিয়ে অবশেষে অদ্য ৬ মে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে আরিফকে গ্রেফতার করিতে সক্ষম হয় । ঘটনার বিবরনে প্রকাশ পূর্ব বিরোধের জের ধরে ঈদ – উল ফিতর এর পূর্ব দিন গত ০২ / ০৫ / ২০২২ ইং তারিখ ইফতারের পর ঘটনাস্থল আখাউড়া থানাধীন ০৩ নং মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের কবরস্থানের ১ম গেইটের উত্তর পাশে পাকা রাস্তার উপর ছুরিকাঘাতে খুন হন খলাপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে বিডি ফুডস এর সেলসম্যান মো : মহসিন সরকার ( ৩২ )। ঘটনার পর পরই উক্ত আরিফ মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যায় । উক্ত ঘটনায় ভিকটিম মহসিন সরকার এর পিতা মো : শহিদুল ইসলাম উল্লিখিত আরিফ মিয়াকে প্রধান অভিযুক্ত করে ৪ জন এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে আখাউড়া থানায় ঘটনার রাতেই একটি হত্যা মামলা দায়ের করেন । মামলার তদন্তকারী কর্মকর্তা মামলা রুজুর পরই অভিযান চালিয়ে উল্লিখিত ধৃত আরিফ মিয়ার পিতা এজাহার নামীয় ৩ নং আসামী মো : আ : আউয়ালকে গ্রেফতার করে পর দিন বিজ্ঞ আদালতে সোপর্দ করেন । গ্রেফতারকৃত প্রধান আসামি আরিফ মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে । জিজ্ঞাসাবাদ শেষে ধৃত আরিফ মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে ।