ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া ইউনিয়নে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী কে প্রাইভেট পড়ানোর পর ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে। মোগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম হিরন কে শুক্রবার সাময়িক বরখাস্ত করেছে মোগড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯ টায় ৭ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী সাবেক শিক্ষক হিরণ এর কাছে প্রাইভেট পড়তে যায়।প্রাইভেট শেষে ঐ ছাত্রীকে জোরপূর্বক জড়িয়ে ধরে ধর্ষণ করার চেষ্টা চালায়।এসময় ছাত্রীর গালে কামড় দেয় এবং স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে ঘটনা জানাজানি হলে ছাত্রীর মা ঐ স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেয় এবং থানায় মামলা দায়ের করেন।ঐ ছাত্রীর সাথে নবম শ্রেণিতে পড়ুয়া আরো ২ ছাত্রী ও প্রাইভেট পড়েছিল।এ ঘটনায় ৯ম শ্রেণির ছাত্রীদ্বয় স্বাক্ষী দেয়।
এবিষয়ে মোগড়া স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নোয়াব মিয়া জানান, ছাত্রীর মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিক ভাবে মনে হয়েছে ঘটনা আংশিক সত্য।পরে শিক্ষক আশরাফুল আলম হিরন কে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে তদন্ত চলছে। তদন্তের পর চুড়ান্ত স্বিদ্ধান্ত নেওয়া হবে। বরখাস্তের পাশাপাশি অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালনার অভিযোগ পাওয়ায় তাকে স্কুলের বেতন ভাতা স্থগিত সহ সরকারি বেতন অর্ধেক কাটা হবে।
মামলার বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।