শনিবার (০৬ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে নাসিরনগরের ওপর দিয়ে হঠাৎ করে বয়ে যায় প্রলয়ঙ্করী টর্নেডো। কয়েক মিনিটেই লণ্ডভণ্ড হয়ে যায় হাওরপাড়ের আশুরাইল ও বেনিপাড়াসহ অন্তত ১০টি গ্রাম। শতাধিক বসতবাড়ি ভেঙে চুরমার হয়ে যায়, উপড়ে যায় গাছপালা, বিদ্যুতের খুঁটি,নদীর পাড়ে অবস্থানরত কয়েকটা নৌকা ও ভেঙ্গে চুরমার হয়ে যায়। আহত হন অন্তত ১০ জন। হাসপাতালে নেয়ার পথে যীশু মিয়া নামে একজনের মৃত্যু হয়। মাথা গোজার ঠাঁই হারিয়ে এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
অন্যদিকে একই সময়ে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় সরাইল উপজেলার কুচনি ও গুড্ডা গ্রামের অন্তত ৩০টি বসতঘর।
ক্ষতিগ্রস্তরা জানায়,কোনো কিছু বুঝে উঠার আগেই টর্নেডোর আঘাতে সবকিছু তছনছ হয়ে যায়।স্থানীয় জনপ্রতিনিধি, বিত্তবান ও সরকারের কাছে সহযোগিতা দাবি করেছে বাড়িঘর হারানো ক্ষতিগ্রস্থরা।ক্ষতিগ্রস্থ পরিবারকে এক বান্ডিল টিন, নগদ টাকা ও খাদ্য সামগ্রী দেয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফি বলেন, কিছু কিছু ঘরের আংশিক ও আবার কিছু কিছু ঘরের সম্পূর্ণ টিনই উড়ে গেছে।