টি-২০ দল নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের ভাবনা

Mahmudullah

মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়ার পর করোনার কারণে বাতিল হয়েছে বেশ কয়েকটি টি-২০ ম্যাচ। স্থগিত হতে পারে আসন্ন অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-২০ বিশ্বকাপও। গেল নভেম্বর এ মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে বাংলার টাইগাররা। ব্যাক্তিগত পারফর্মেন্স এর চেয়ে দলীয় পারফর্মেন্স এ বেশ বাহবা পেয়েছেন ক্রিকেটাররা। ভারতের মাটিতে তাদের বিপক্ষে দলগত পারফর্ম করা যে কোন দল ও খেলোয়াড়দের জন্য অনেক বড় প্রাপ্তি। সেই সিরিজে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতীয় বিশেষজ্ঞদের মতে তার মাঝে খুজে পান ক্যাপ্টেন কুল এম এস ধোনি কে। মাহমুদউল্লাহও স্বপ্ন দেখছেন অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে ধারাবাহিক দলে পরিণত হবে বাংলাদেশ। দলের প্রয়োজনে ক্যারিয়ারের অনেকটা সময় ধরে ব্যাট করেছেন লেইট অর্ডারে। টপ অর্ডারে ব্যাট করলে হয়তো অনেক রানের রেকর্ড থাকতেন তার নামের পাশে, এমনটা মানছেন  সাকিব, তামিম- মুশফিকরাও। তবে এখনো সময় শেষ হয়ে যায় নি, দলের জন্য খেলতে পারা তার জন্য অনেক বড় অনুপ্রেরণা। টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ পেলে বরং খুশিই হবেন তিনি। এ নিয়ে তার কোন আক্ষেপ নেই। এরই ধারাবাহিকতায় তার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ টি-২০ ক্রিকেট দলের কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ। গত বিপিএল থেকেই বোলিং হাতের ইনজুরি ভোগাচ্ছিলেন তাকে। তাই তেমন ভাবে বল হাতে মাঠে দেখা যায় নি। সাম্প্রতি করোনার কারণে সময় পেয়েছেন পেয়েছেন যথেষ্ট। যা সচারাচর ক্রিকেটাররা পান না। সময়কে কাজে লাগিয়ে ফিট হয়ে উঠেছেন শতভাগ।  এখন শুধু মাঠের খেলার অপেক্ষায় মিঃ সাইলেন্ট কিলার।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে