লম্বা সময় ধরে করোনা পাদুর্ভাবে খেলা বন্ধ হয়ে যাওয়ায় ঘরে বসে দিন কাটাতে হচ্ছে ক্রিকেটারদের। ফিটনেস আর স্কিল নিয়ে শঙ্কায় পেশাদার ক্রিকেটাররা। এই অবস্থা মুশফিক সহ কয়েকজন ক্রিকেটার মিলে ব্যাক্তিগত অনুশীলনের জন্য বিসিবির কাছে আবেদন জানায়। দেশের অবস্থা বিবেচনা করে নাকচ করা হয়েছিলো প্রস্তাবটি। ঘরে বসে শারীরিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রিকেটাররা।
শেষ পর্যন্ত কর্তারা ব্যাক্তিগত অনুশীলন এর জন্য চুড়ান্ত সিদ্ধান্তে এসেছেন। মুশফিক, মাহমুদউল্লাহরা দ্রুতই ফিটনেস ও স্কিল নিয়ে কাজ শুরু করতে পারবেন। জীবানুমুক্ত করার কাজ শুরু হয়েছে মিরপুর স্টেডিয়ামে। সব ধরনের স্বাস্থ্য বিধি ও শারিরীক বিধি মানতে হবে। অনুশীলন এর সময় সহকারী হিসেবে পাবেন একজনকে।
বিসিবির অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খাঁন জানিয়েছেন জীম, ইনডোর, আউটডোর জীবানুমুক্ত করার কাজ চলছে। যেহেতু প্লেয়াররা ব্যাক্তিগত ভাবে অনুশীলন করছে তাই আমরা চেষ্টা করছি কিভাবে তাদেরকে সুযোগ-সুবিধা দেওয়া যায়। কিন্তু একটি ক্যাম্প এ যত ধরনের সুবিধা দেওয়া হয় তা দেওয়া সম্ভব না।
দু-একদিনের মধ্যেই মাঠে অনুশীলন এ দেখা যাবে মুশফিক-তামিমদের।