২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে সূচি চূড়ান্ত করলো ফিফা। ২২ তম বিশ্ব আসরের প্রথম ম্যাচ শুরু ২১ নভেম্বর।
ষাট হাজার ধারন ক্ষমতা সম্পন্ন আল বাইল স্টেডিয়ামে উদ্ভোদনী ম্যাচের মাধ্যমে এশিয়ায় ২য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল এর সবচেয়ে বড় এই আসর। মোট ৮ টি ভেন্যুতে হবে ৩২ দলের এই বিশ্বকাপ। মাত্র ১২ দিনে শেষ হবে গ্রুপ পর্বের সব ম্যাচ। প্রতিদিন থাকবে ৪ টি করে ম্যাচ। এতে নকআউট পর্বের জন্য ফুটবলাররা পাবে পর্যাপ্ত বিশ্রাম এর সুযোগ। প্রতি ম্যাচের পর ৩ দিনের বিরতি পাবে অধিকাংশ দল। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুর দূরত্ব কম হওয়ায় একই দিনে মাঠে বসে দুই ম্যাচ দেখার সুযোগ পাবে দর্শকরা।
২০২২ এর মার্চ-এপ্রিলে হবে ফুটবল বিশ্বকাপের ড্র।
মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। আশি হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন লুসেইল আইকনিক স্টেডিয়ামে ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে ২০২২ ফিফা বিশ্বকাপের।