করোনার সংকটে বাংলাদেশ। চারদিকে কোলাহল, বিরাজ করছে নিরবতা। থমকে গেছে দেশের ক্রীড়াঙ্গন। আর্থিক ক্ষতির কথা চিন্তা করে খেলাধুলায় বরাদ্দ বাড়ানোর কথা বলেছিলেন ফেডারেশন গুলো। চোখ রেখেছে নতুন বাজেটে। এরই মধ্যে প্রস্তাবিত হয়েছে ২০২০-২১ অর্থবছরের নতুন বাজেট। এবছর যুব ও ক্রীড়া খাতে বাজেট ধরা হয়েছে ১ হাজার ৪শ ৭৮ কোটি টাকা। যা গেল বছরের তুলনায় ২২ কোটি বেশি। নতুন বাজেটে উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ২শ ৩৩ কোটি টাকা যা গেল বারের তুলনায় বেশি ৭৮ কোটি টাকা।
ফুটবল উন্নয়নে গেল বছরের মতো এবার থাকছে না কোনো বিশেষ বরাদ্দ। এ নিয়ে বাফুফে সভাপতি বলেন জাতীয় বাজেটে ফুটবলের জন্য কোন বিশেষ বরাদ্দ থাকবে এই আশা আমি করি নি এবং চেষ্টাও করেনি। কারণ প্রথমে সবাইকে বেঁচে থাকতে হবে এবং বর্তমান অবস্থায় সরকারকে অনেক বড়বড় পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
করোনা পাদুর্ভাবে ভবিষ্যতে পরিকল্পনা সাজাতে হিমসিম খাচ্ছে ফেডারেশন গুলো। নতুন অর্থবছরের বাজেটে আর্থিক ক্ষতি পোষাতে বিশেষ বরাদ্দের আশা করেছিলেন অনেকেই। বাফুফে সভাপতির বিশ্বাস করোনা সংকট কেটে গেলে সহায়তা মিলবে সরকার থেকে।
বিশেষজ্ঞরা বলেন এই বাজেটের সঠিক ব্যাবহারে উপকৃত হবেন এলোমেলো ক্রিড়া সংগঠনগুলো।