ব্রাহ্মণবাড়িয়ায় আসামীর ছুরিকাঘাতে নিহত এএসআই আমির

নিজস্ব প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার চানপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এসময় মনি শংকর চাকমা নামের আরও এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। নিহত আমির হোসেন ময়মনসিংহ সদরের কোতোয়ালি থানা এলাকার মুনতাজ আলীর ছেলে। শুক্রবার বিকেলে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চানপুরে আদালতের গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি মুছা মিয়ার ছেলে মামুনকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। চানপুর বাজার এলাকায় আসামি মামুনকে পেয়ে গ্রেফতার করতে গেলে তার সাথে থাকা ছুরি এলোপাতাড়ি চালাতে থাকে। এসময় এএসআই আমির হোসেন ও এএসআই মনি শংকর চাকমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মামুন। এরপর এএসআই আমির হোসেনকে আশংকাজনক অবস্থায় ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আমির হোসেনের সহযোগী অপর এএসআই মনি শংকর চাকমাকে। ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এবিএম মুসা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। নিহতের বুকের দুই দিকে দুইটি আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার খবর পেয়ে জেলা সদর হাসপাতালে আসেন পুলিশের উধ্বতন কর্মকর্তারা। ঘটনার খবর পেয়ে সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আসামি গ্রেফতার করতে গিয়ে ছুরিকাঘাতে এএসআই আমির নিহত হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে