করোনা প্রতিরোধক বুথ দিলেন জেলা ছাত্রলীগের সেক্রেটারি

জুয়েল মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধক বুথ উপহার দেয়া হয়েছে।আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন ওই বুথটি উপহার দেন।

এসময় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন।
এবিষয়ে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন বলেন,‘মাস্ক ব্যবহার করুন এবং অন্যকে মাস্ক ব্যবহারে সাহায্য করুন’ এই স্লোগানকে সামনে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট ৯টি উপজেলায় করোনা প্রতিরোধক বুথ উপহার দেয়া হয়েছে।

বুথটি সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে। এখানে করোনা সংক্রমন প্রতিরোধী হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের সুব্যবস্থা করা হয়েছে। ব্যবহৃত মাস্কটি বুথের নির্দিষ্ট স্থানে ফেলে নতুন মাস্ক নেয়া যাবে।একজন ব্যক্তি একাধিক মাস্ক না নেওয়ার ও অনুরোধ জানান তিনি।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা প্রতিরোধক বুথ উপহারের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদুর রহমান রাশেদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান তানভীর,উপজেলা ছাত্রলীগ নেতা
মোঃ শরীফ সিকদার,৩ নং মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের ১ নং যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান নূর রিফাত সহ আরও অনেকে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে